আলহামদু লিল্লাহ, গত ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. মেতাবেক ১৫ শাবান ১৪৪৫ হি. দ্বিতীয়বারের মতো আস-সুন্নাহ ফাউন্ডেশনের আজীবন ও দাতা সদস্য সম্মেলন এবং মসজিদ কমপ্লেক্সের নির্মাণ-কাজ উদ্বোধন করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের গঠনতন্ত্রে ‘আজীবন সদস্য’ ও ‘দাতা সদস্য’ নামে দুই ধরনের সদস্য রয়েছেন। ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুযায়ী সাদকায়ে জারিয়াহমূলক প্রকল্পে এককালীন এক লক্ষ টাকা দান করে আজীবন সদস্য এবং ৫০ হাজার টাকা দান করে দাতা সদস্য হওয়া যায়। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ প্রয়োজন অনুযায়ী আজীবন ও দাতা সদস্যদের পরামর্শ গ্রহণ করেন এবং সময়ে সময়ে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আজীবন ও দাতা সদস্যগণ আমৃত্যু সদস্য থাকবেন। News Preview বাড্ডার সাতারকুলে অবস্থিত মাদরাসাতুস সুন্নাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও আজীবন ও দাতা সদস্যগণ উপস্থিত ছিলেন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কুরআন তিলাওয়াত করেন ফাউন্ডেশনের কর্মী হাফেজ আনাস সিদ্দিক। এরপর হামদ পরিবেশিত হয়। হামদ পরিবেশন করেন মুহাম্মদ যায়েদুল ইসলাম। News Preview ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা-পর্বের সূচনা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইসলামী স্কলারগণ সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন। আলোচনা পর্বের ফাঁকে ফাঁকে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে চারটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। সেগুলো যথাক্রমে: একটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত বাস্তবায়িত কার্যক্রম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কার্যক্রম, আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প থেকে জীবন বদলে যাওয়া এক ব্যক্তির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের ভিডিও। News Preview অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে এ যাবৎকালের কার্যক্রম সম্পর্কে বর্ণনা দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এভাবে ফাউন্ডেশনের পাশে থাকার আহ্বান জানান। বিশেষভাবে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের দীর্ঘদিনের স্বপ্ন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার’ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেন। News Preview বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বদেশ প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ১১ নং আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ওয়াকিল উদ্দিন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম মুহিউদ্দীন কাসেম, ফাউন্ডেশনের সহ-সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ডা, খিজির হায়াত খান; ফাউন্ডেশনের অন্যতম সদস্য, দারুর রাশাদ মাদরাসার পরিচালক মাওলানা সালমান; ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ। আজীবন ও দাতা সদস্য সম্মেলনে সদস্যগণসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলোচক, ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, ধানমন্ডি তাকওয়া মসজিদের খতীব মুফতী সাইফুল ইসলাম, তানযিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল, বিগ্রেডিয়ার জেনারেল সদরুল আলম, আলোচক, কলামিস্ট মাওলানা জোবায়ের আহমদ, আলোচক ও খতীব মাওলানা মোস্তাফিজুর রাহমানী, আলোচক মাওলানা মোহাম্মদ আলী, কাস্টমস কমিশনার জাকির হোসেন, আলোচক মাওলানা রাফী বিন মুনীর, লেখক মাওলানা সাইমুম সাদী, মাওলানা মাসউদ, হাফেজ মাওলানা নিজাম বিন মুহিব, মাওলানা আব্দুল গাফফার প্রমুখ। আলোচনা পর্ব শেষে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের নির্মাণ-কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আদ-দীন মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার শেখ মহিউদ্দীন।
বিজয়ীদের আনন্দঘন উপস্থিতিতে সম্পন্ন হয়েছে কুরআন পাঠ ও প্রতিযোগিতা ২০২৪-এর প্রথম ধাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ৬ জুলাই (২০২৪) আস-সুন্নাহ ফাউন্ডেশন মিলনায়তনে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারীকে একটি কম্পিউটার, দ্বিতীয় স্থান অর্জনকারী দুজনকে দুটি ব্যক্তিগত ইসলামিক লাইব্রেরি (২৫ হাজার টাকার বই) এবং তৃতীয় স্থান অর্জনকারী পঞ্চাশ জনকে ১ হাজার টাকার রকমারি বুক গিফট ভাউচার দেওয়া হয়েছে। প্রথম স্থান অধিকার করেছেন এ বছর দাখিল পরীক্ষা দেওয়া এক মেধাবী কিশোর। দ্বিতীয় স্থান অর্জনকারী দুজনের একজন বুয়েটের সাবেক শিক্ষার্থী। এছাড়া ১৫ থেকে ৮০ বছর বয়সী নানা শ্রেণি-পেশার নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বুয়েট-ঢাবি সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, গৃহিণী প্রমুখ। পুরস্কার প্রদানের পূর্বে কুরআন পাঠের গুরুত্ব সম্পর্কে বিশেষ নাসীহা পেশ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় ধাপের পরীক্ষা চলতি মাসের (জুলাই) ২৬ তারিখ বাদ ফজর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপ থেকে ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা চলছে। তার আগে ওয়েবসাইট থেকে একটি নমুনা পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ। নমুনা পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষিত হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বছর জুড়ে ব্যাপকভিত্তিক কুরআন চর্চা। এ কারণে এ বছরকে আস-সুন্নাহ ফাউন্ডেশন কুরআন বর্ষ ঘোষণা করেছে। উল্লেখ্য, এ বছর মোট ছয় ধাপে পুরো কুরআনের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রকল্পে ৩ টি উমরাহ সহ ১৫ লক্ষ টাকার পুরস্কার দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।