বেকার ও অদক্ষদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিচালনা করছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। প্রথমে তিন মাসব্যাপী অনলাইন কোর্স পরিচালনার পর পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের তিন মাসের অনলাইন প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে ইন-শা-আল্লাহ।
দারিদ্র্য দূরীকরণ এবং স্থায়ীভাবে স্বাবলম্বীকরণের লক্ষ্যে দেশব্যাপী চলমান রয়েছে স্বাবলম্বীকরণ প্রকল্প-২৪। এবছর এই প্রকল্পের আওতায় ২ হাজার পরিবারকে স্বাবলম্বীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যিনি যে উপকরণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন তাকে সেই উপকরণই প্রদান করা হচ্ছে। প্রত্যেক উপকারভোগীদের জন্য বাজেট বরাদ্দ ৩০ হাজার টাকা।